Wednesday, February 22, 2017

ঘুম ভাঙা শহরে - Ghum Vanga Shohore - Lyrics of a song by LRB

ঘুম ভাঙা শহরে - Ghum Vanga Shohore - Lyrics of a song by LRB

একদিন... ঘুম ভাঙা শহরে,
মায়াবী সন্ধ্যা... চাঁদ জাগা এক রাতে,
একটি কিশোর ছেলে, একাকী স্বপ্ন দেখে...
হাসি আর গানে, সুখের ছবি আঁকে।
আহা কি যে সুখ!

স্বপ্নেরা হারিয়ে যায়, সময়ের সাগরে
ব্যথার আবিরে
কবিতা আঁধারে হারায়
ভাবনার ফুল ঝরে ঝরে যায়
আহা
জীবনেরও গান হয় না;

একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যা
চাঁদ জাগা এক রাতে,
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে।
আহা কি যে সুখ!
শৈশব বিমূর্ত হয়
যায় না বোঝা যায় না
আশার ঝর্না পায়না
সুখের ঠিকানা
হতাশা শুধু সাথী হয়ে যায়
আহা
সে কিশোর এবার
জীবন ছেড়ে পালায়!
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যা
চাঁদ জাগা এক রাতে,
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে।
আহা কি যে সুখ...

No comments:

Post a Comment